নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার পূর্বাচল এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) দলের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁরা দলবেঁধে ও মিছিল করে সংবর্ধনা স্থলে জড়ো হন।
দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকার পর তারেক রহমান আজ দুপুরে বাংলাদেশে ফিরছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি এই গণসংবর্ধনা মঞ্চে আসবেন। সংবর্ধনা স্থলটি রঙবেরঙের ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়েছে। কুড়িল মোড়ের নিকটে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা অবস্থান নেবেন।
নেতা-কর্মীরা "মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে", "তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে" ইত্যাদি স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন। অনুষ্ঠান সরাসরি দেখার জন্য এলাকায় কয়েকটি ইলেকট্রনিক স্ক্রিন স্থাপন করা হয়েছে।
গণসংবর্ধনা স্থলের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনে দলের নেতা-কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মানুষের মুক্তি অর্জিত হবে।
বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান সরাসরি গণসংবর্ধনা স্থলে আসবেন। সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাবেন।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।