[t4b-ticker] রাজাকারদের ঘৃণা জানাতে অভিনব পন্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : ডিসেম্বর ৯, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    রাজাকারদের ঘৃণা জানাতে অভিনব পন্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

    রাজাকারদের ঘৃণা জানাতে অভিনব পন্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

    রাজাকারদের ঘৃণা জানাতে অভিনব পন্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বিজয়ের মাসে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর প্রতি তাদের ঘৃণা ও অসহিষ্ণুতা প্রকাশ করতে স্টিকার লাগিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রধান ফটকের সামনে এবং তিনটি হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকার ছবিসহ এ স্টিকার লাগানো হয়েছে।

    স্টিকারগুলোর উপর ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ (রাজাকারের সাথে আপস নয়) এবং ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’—এরকম বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।

    ক্যাম্পাস সূত্র জানায়, গত রোববার (৭ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীরা ডাকসু ভবনের প্রধান ফটক ছাড়াও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশপথে এসব স্টিকার লাগিয়েছেন।

    মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে স্টিকার লাগানোর উদ্যোগের সাথে জড়িত ছাত্রদলের হল ইউনিট আহ্বায়ক কমিটির সদস্য কারিব চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের প্রতি আমাদের তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ।”

    এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় বিজয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

    জ/ক