তুষারের ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ফ্ল্যাশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।
শনিবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে এ হুমকি দেন তিনি।
নীলা ইস্রাফিল বলেন, ‘তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন, তাহলে আমি বাধ্য হবো- তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হবো। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন (সতর্ক) করছি, তুষার যেন জনসম্মুখে আমাকে স্যরি বলে। এই যে যা কিছু আমি প্রকাশ করছি, সেগুলো কিন্তু বানোয়াট কিছু না’।
এনসিপির উদ্দেশে নীলা বলেন, ‘যদি আপনারা দুঃখ প্রকাশ না করেন, ভুল করেছেন, সেটা স্বীকার না করেন, তাহলে আমি বাধ্য হবো, আমার কাছে তুষারের যেসমস্ত ভিডিও, ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে।’
এর আগে এদিন এক পোস্টে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির ফরমে অনুমতি ছাড়াই স্বামীর নামের সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে বলে অভিযোগ করেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।
নীলা ইস্রাফিলের এমন অভিযোগের বিষয়ে সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সারোয়ার তুষার লেখেন, ‘নীলা ইস্রাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ও মানবাধিকারকর্মী লেনিন ভাইকে ডেকে তাদের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করি।’
ইন্টার্ন ডাক্তাররাই ফরম পূরণ করেছেন দাবি করে এনসিপির এ নেতা বলেন, ‘ভর্তি ফরমে সে সময় কী লেখা হচ্ছে, সেটা খেয়াল করার সুযোগ ছিল না। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে।’
তিনি বলেন, ‘হাসপাতালের নিয়ম অনুযায়ী নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম বা যিনি রোগীকে নিয়ে এসেছেন, তার নাম দেয়া হয়। ওই ফরমে C/O (care of) লেখা ছিল, যেটি লাল দাগ দিয়ে ঢেকে তা বিকৃতভাবে প্রচার করা হচ্ছে যেন আমি নিজেই স্বামীর স্থানে নিজের নাম লিখেছি।’
বিস্ময় প্রকাশ করে তুষার লেখেন, ‘আমি কি পাগল? বাটপারির একটা সীমা থাকা দরকার!’
পরিশেষে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি লেখেন, এসব প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।