[t4b-ticker] সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে জামায়াত - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : মে ১৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে জামায়াত

    সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে জামায়াত

    সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে জামায়াত

    জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রোববার সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এ সংলাপে তাহেরের নেতৃত্বে জামায়াতের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।

    আজ রোববার (১৮ মে)  জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

    তাহের বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হবে। ইতিমধ্যেই কিছু নির্বাচনী এলাকায় সমস্যা দেখা দিয়েছে। পাবনার আটঘরিয়ায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে। নির্বাচনের তারিখও এখনো ঘোষণা হয়নি, অথচ জায়গা দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।”

    তিনি নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে হলে কঠোর পদক্ষেপ নিতে হবে। নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে।”

    নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাহের। তিনি বলেন, “কিছু ঘটনায় নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিতে পারছে না। সরকারকে অনুরোধ করব, নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে, সেগুলো এখনই নিয়ন্ত্রণ করা উচিত।”

    জামায়াতের এই নেতা সরকারের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে বলেন, “সরকারকে একেবারে নিরপেক্ষ হতে হবে। কিছু পদক্ষেপে নিরপেক্ষতা বা দক্ষতার অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশকে গত তিনটি প্রহসনমূলক নির্বাচনের ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হলে সুষ্ঠু নির্বাচন জরুরি।”

    সংলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তাহের বলেন, “কেউ কেউ বিশ্লেষণ করছেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র চলছে। আমরা এ ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি। সরকারকে আরও দৃঢ়তার সাথে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”