[t4b-ticker] ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : মে ১৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

    ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

    ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট-২০২৫-এ ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

    শনিবার (১৭ মে) মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহামেদের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মাজনু এবং মালেতে নিযুক্ত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা।

    এবারের সম্মেলনে দক্ষিণ এশিয়ার শিল্প, বাণিজ্য ও সেবাখাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানদের এই পুরস্কারে ভূষিত করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের নেতৃত্বদানকারী কামরুল ইসলাম তার পেশাদারিত্ব ও সৃজনশীল যোগাযোগ কৌশলের জন্য এই স্বীকৃতি অর্জন করেছেন।

    পুরস্কার প্রাপ্তিতে তিনি বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ইউএস-বাংলা পরিবারের সম্মান। আমরা বাংলাদেশের বিমান শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

    জ/ক