নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। বুধবার (৭ মে) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আইজিপি গুলশানের বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, "যেকোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী যেন এই সুযোগে দেশে অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকার পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি আরও যোগ করেন, "আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রস্তুত।"
এদিকে, বাংলাদেশ সরকার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, "বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। আমরা কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই সংকট নিরসনের আশাবাদী।"
পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পিবিআই’র অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি এ সময় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দেন।
বাংলাদেশ বর্তমানে যেকোনো বহিঃস্থ সংঘাত থেকে নিজেকে নিরাপদ রাখতে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরকারের এই সতর্কতামূলক পদক্ষেপকে সময়োপযোগী বলে মূল্যায়ন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: জয়ন্ত কর্মকার।
ঠিকানা: বাসা নং- ৪৬০/এ এভিনিউ-৭, রোড ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬
ইমেইল: editor@dhakaflash.com নিউজ ইমেইল: news@dhakaflash.com
© স্বত্ব ঢাকা ফ্ল্যাশ ২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।