ডেস্ক রিপোর্টঃ উল্টো পথে রিক্সা প্রবেশ করাতে চালককে বাধ্য় করায় এক যাত্রীকে ২০০ টাকা জরিমানা করলো ডিএমপি’র লালবাগ ট্রাফিক বিভাগের ভ্রাম্যমান আদালত। এছাড়াও সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে তাঁতীবাজারে আরো ৯ টি মামলায় ৪ জনকে কারাদন্ড ও অপর ৫ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৫ মে ) দুপুর ০৩:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে নগরীর তাঁতীবাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রেরিত এক ক্ষুদে বার্তায় এ তথ্য জনানো হয়েছে।
[caption id="attachment_842" align="alignnone" width="300"]
ছবি: ডিএমপি মিডিয়া উইং[/caption]
এতে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সোমবার তাঁতীবাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে মোট ১০টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া লেগুনা চালানোর অপরাধে দুইজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টো পথে ভ্যান চালানো এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অপরাধে একজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ছয়জনকে মোট ১৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এক রিকশাযাত্রী রিকশাচালককে উল্টো পথে চলতে বাধ্য করায় তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিংয়ের অপরাধে ট্রাফিক পুলিশের পজ মেশিন ব্যবহার করে ২৭টি মামলায় জরিমানা আদায় করা হয়।
ঢাকা মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর।
এমআই
সম্পাদক ও প্রকাশক: জয়ন্ত কর্মকার।
ঠিকানা: বাসা নং- ৪৬০/এ এভিনিউ-৭, রোড ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬
ইমেইল: editor@dhakaflash.com নিউজ ইমেইল: news@dhakaflash.com
© স্বত্ব ঢাকা ফ্ল্যাশ ২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।