[t4b-ticker] ফরিদপুরে প্রায় ৫কেজি গাঁজা ও মুন্সীগঞ্জে ৫৫ পিস ইয়াবা উদ্ধার; আটক ৩ - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : মে ৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ফরিদপুরে প্রায় ৫কেজি গাঁজা ও মুন্সীগঞ্জে ৫৫ পিস ইয়াবা উদ্ধার; আটক ৩

    ডেস্ক রিপোর্টঃ ফরিদপুর জেলার কোতয়ালী থানার পিয়ারপুর বাজারে ৫ কেজি ১৭৫ গ্রাম গাঁজাসহ দুজন এবং মুন্সীগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাব ১০।
    র‌্যাবের দাবি ঢাকা থেকে আসা একটি বাসের  দুই যাত্রী পায়ের কাছে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ১৫৫,২৫০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত পঞ্চাশ) টাকা মূল্যমানের ৫ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা।
    এঘটনায় জড়িত আসামীরা হলেন মো: সাদ্দাম হোসেন (৩১), পিতা- কফিল উদ্দিন, সাং- গোবিন্দাল (অংশ), থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ ও মো: শহিদুল ইসলাম (৩০), পিতা- মৃত আ: সালাম, সাং- উত্তর রশিকনগর, থানা- দিঘীনালা, জেলা- খাগড়াছড়ি।
    অধিনায়কের পক্ষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার প্রেরিত এক ক্ষুদে বার্তায় আরো দাবি করা হয়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
    র‌্যাব ১০ এর পৃথক আরেক অভিযানে মোটরসাইকেল যোগে ৫৫ পিস ইয়াবা পাচারের অভিযোগে  আরো ১ জন মাদক ব্যবসায়ীকে মুন্সীগঞ্জের গোয়ালিমান্দ্রায় গ্রেফতার করার দাবি করেছে শামীম হাসান।
    ক্ষুদে বার্তায় দাবি করা হয়  মঙ্গলবার (০৬ মে) তারিখ রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালিমান্দ্রা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় প্রায় ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: হীরা শেখ (২৮), পিতা- মো: মন্টু শেখ, সাং- যশোরগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময়  মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

    র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ও ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

    গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

    এমআই