খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে যান চলাচলে বিধিনিষেধ
খালেদা জিয়া ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার দিন মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করবে। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ট্রাফিক পরিকল্পনা
ডিএমপি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত প্রধান সড়ক যথাসম্ভব এড়িয়ে চলার জন্য বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এ সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মিরপুর বেড়িবাঁধ, মহাখালী বাস টার্মিনাল র্যাম্পসহ বিভিন্ন বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
যানবাহন নিয়ন্ত্রণ
-
ঢাকা সেনানিবাসের রাস্তায় (জিয়া কলোনি/জাহাঙ্গীর গেইট/সৈনিক ক্লাব) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহন চলাচল করতে পারবে।
-
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিকশা ও মোটরসাইকেল নির্দিষ্ট গতিসীমা (৪০ কিমি/ঘণ্টা) ও টোল ফি দিয়ে চলাচল করতে পারবে।
-
বিমানবন্দরগামী যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনপি কর্মীদের জন্য নির্দেশনা
ডিএমপি বিএনপি নেতাকর্মীদের রাস্তায় না থেকে ফুটপাতে অবস্থান করতে এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটানোর অনুরোধ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক মোতায়েন করে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়ার ফেরার সময়সূচি
খালেদা জিয়া স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে কাতারের দোহার হামাদ বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিঁথি।
জনসমাগম নিয়ন্ত্রণ
ডিএমপি অভ্যর্থনায় অংশ নিতে আসা ব্যক্তিদের ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করতে এবং যানবাহন বহরে অংশ না নেওয়ার অনুরোধ করেছে। মোটরসাইকেল নিয়ে বিমানবন্দর সড়কে জনসমাগমে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এদিন বিকল্প হিসেবে মেট্রোরেল ও রেলওয়ে পরিচালিত অতিরিক্ত শাটল ট্রেন ব্যবহারের সুযোগ থাকবে। ডিএমপি সকলের সহযোগিতা কামনা করে এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা ঘোষণা করেছে।