নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। বুধবার (২৩ এপ্রিল) ভারতের মন্ত্রিপরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাঁচটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এরপর বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল ভিসা-সহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভিসা আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে বাতিল হয়ে যাবে। এছাড়া ওই দেশের নাগরিকদের দেওয়া সকল মেডিকেল ভিসাও মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে সংশোধিত এই সময়সীমার মধ্যে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে।
পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল। বৃহস্পতিবার এক ঘোষণায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়:
২৭ এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল করা হবে।
মেডিকেল ভিসাগুলোও ২৯ এপ্রিলের পর অকার্যকর হবে।
বর্তমানে ভারত অবস্থানরত পাকিস্তানিদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।
ভিসা সেবা স্থগিত:
নতুন করে কোনো পাকিস্তানি নাগরিককে ভিসা দেওয়া হবে না।
ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা:
পাকিস্তান ভ্রমণ থেকে বিরত থাকতে এবং সেখানে অবস্থানরত ভারতীয়দের দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
সার্ক ভিসা বাতিল: পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা ছাড়পত্র বাতিল।
ইন্ডাস জল চুক্তি স্থগিত: পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে।
আটারি সীমান্ত বন্ধ: ১ মে থেকে আটারি সমন্বিত চেকপোস্ট বন্ধ।
কূটনৈতিক কর্মী প্রত্যাহার: নয়া দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ৭ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। ইসলামাবাদে ভারতীয় উপদেষ্টারাও ফিরে আসবেন।
হাইকমিশনের সদস্য সংখ্যা কমানো: ৫৫ থেকে কমিয়ে ৩০ জন করা হবে।
মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তাইবার অঙ্গসংগঠন দায় স্বীকার করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি এই হামলাকে "অস্বীকার্য প্রমাণসহ সন্ত্রাসবাদ" আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
পরবর্তী পদক্ষেপ: ভারত পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি
জ/ক
সম্পাদক ও প্রকাশক: জয়ন্ত কর্মকার।
ঠিকানা: বাসা নং- ৪৬০/এ এভিনিউ-৭, রোড ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬
ইমেইল: editor@dhakaflash.com নিউজ ইমেইল: news@dhakaflash.com
© স্বত্ব ঢাকা ফ্ল্যাশ ২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।