প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
শান্ত-মুমিনুলের লড়াইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
প্রথম দিনের ধাক্কা কাটিয়ে সিলেট টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজের ফাইফারের পর আজ (২২ এপ্রিল) নাজমুল হোসেন শান্তর ফিফটিতে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড পেয়েছে বাংলাদেশ। বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে এদিন খেলা হয়েছে কেবল ৪৪ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে টাইগাররা। বোলিং সহায়ক উইকেটের বিচারে দিনটি বাংলাদেশের পক্ষেই গেছে।
বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে থাকায় তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। মধ্যাহ্ন বিরতির পর খেলা মাঠে গড়ালে বেশিক্ষণ ক্রিজে টেকেননি মাহমুদুল হাসান জয়। আগের দিনের ৫৭ রান নিয়ে দিন শুরু করার পর আজ আর মাত্র ১৬ রান যোগ হতেই বিদায় নিয়েছেন এই ওপেনার।
তবে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি কক্ষপথেই রেখেছিল টাইগারদের। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্ত যোগ করেন ৬৫ রান। অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু তার কপাল পুড়িয়েছেন নিয়াউচি। ৮৪ বলে ৬ চারে ৪৭ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি।
দলের প্রয়োজনের সময় হাল ধরতে পারেননি মুশফিকুর রহিম। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।
১৫৫ রানে ৪ উইকেট হারানোর পর জাকের আলীকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন শান্ত। নিজে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটি। ১০৩ বলে ৬০ রান করে অপরাজিত আছেন তিনি। ২১ রান করে অন্যপ্রান্তে আছেন জাকের।আলোকস্বল্পতার কারণে খেলার শেষও হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগে। আগামীকাল তাই নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে খেলা শুরুর কথা রয়েছে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে।
সম্পাদক ও প্রকাশক: জয়ন্ত কর্মকার।
ঠিকানা: বাসা নং- ৪৬০/এ এভিনিউ-৭, রোড ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬
ইমেইল: editor@dhakaflash.com নিউজ ইমেইল: news@dhakaflash.com
© স্বত্ব ঢাকা ফ্ল্যাশ ২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।