[t4b-ticker] বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : এপ্রিল ৯, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

    বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

    বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে নিহত কিশোর মো. শামীম (১৩) হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা-এর আদালতে মামলার শুনানি হয়। পিবিআইয়ের উপ-পরিদর্শক শাহীন মিয়া তাকে কারাগারে প্রেরণের আবেদন করেন। মোরশেদ আলমের পক্ষ থেকে জামিন চাওয়া হলেও রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

    আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে গুলশান-২ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় শামীম। ওই দিন গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গুরুতর দগ্ধ হন। ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ৩ অক্টোবর শামীমের মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মোরশেদ আলম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান হিসেবেও কর্মরত তিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই মামলায় আরও অনেক উচ্চপদস্থ ব্যক্তির নাম আসায় তা জাতীয় আলোচনায় উঠে এসেছে। আদালতের রায়ের পর এখন মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে থাকবে সকলের নজর।

    জ/ক