ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী রাজধানী থেকে গ্রেফতার: র্যাব-১০
ধর্ষনের অভিযোগে গ্রেফতার। ছবি: র্যাব মিডিয়া

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
রাজধানীর যাত্রাবাড়ি থেকে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
এক ক্ষুদে বার্তায় র্যাবের দাবি, ইয়াছিন (২০) গত ৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় ১৪ বছরের এক কিশোরী ঘর থেকে বের হলে আসামী মো: ইয়াছিন মোল্লা (২০) অন্যান্যরা আসামীরা পাশের মেহগনী বাগানে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগির বাবা বাদী হয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল রোববার রাত সোয়া ১১টায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মামলা নং- ০৯ পলাতক আসামী মো: ইয়াছিন মোল্লা (২০), পিতা- মো: কাজিম মোল্লা, সাং- আস্তাইল, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ।
এমআই