দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থান বা উগ্র মৌলবাদের প্রাদুর্ভাবের কোনো ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনকে প্রসঙ্গ ধরে বুধবার (২ এপ্রিল) তিনি এ মন্তব্য করেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়ের জন্য রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনকালে বাড্ডা থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে কোন মিডিয়া কী বলছে, তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এটা স্পষ্ট, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেনি।”
তিনি আরও যোগ করেন, “আল্লাহর ইচ্ছায় ও জনগণের সহযোগিতায় আমরা যে কোনো সমস্যা মোকাবিলা করতে সক্ষম। গত ৫ আগস্টের পর কিছুদিন সরকারি শূন্যতা ছিল, কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।”
থানা পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঈদের ছুটিতে থাকতে হয় না। তাদের শ্রদ্ধা ও সমর্থন জানাতেই আজকের এই সফর। থানাগুলোর অবস্থা আগের চেয়ে ভালো, তবে ভাড়া করা ভবনে চলায় কিছু সমস্যা রয়ে গেছে। আমরা দ্রুত নিজস্ব ভবনে থানা স্থানান্তরের চেষ্টা করছি।”
বাড্ডা থানার প্রবেশপথ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “আফতাব নগরে জায়গা রয়েছে, সেখানে নতুন থানা ভবন নির্মাণ করা গেলে জনগণের সেবা আরও সহজ হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ধীরে ধীরে সবকিছুই উন্নতির দিকে যাচ্ছে। আমরা সবাই মিলে দেশকে আরও এগিয়ে নেব।”