[t4b-ticker] থাইল্যান্ড সফরে মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে না - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : মার্চ ২৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    থাইল্যান্ড সফরে মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে না

    ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব

    ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    থাইল্যান্ড সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে না। শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে আগামী ৩ এপ্রিল। তবে ড. ইউনূসের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বৈঠকের কথা সূচিতে উল্লেখ নেই।

    মোদি আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এরপর ৪ এপ্রিল ব্যাংকক থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাবেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়কের আমন্ত্রণে তিনি ৬ এপ্রিল সেখানে সফর করবেন।

    এদিকে, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদির বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, “যে কোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠককে আমরা গুরুত্ব দিই। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, এটি অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবিরতা কাটতে পারে। আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত, এখন ভারতের ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি।”

    গত কয়েকদিন ধরে এ নিয়ে আলোচনা চলছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সংসদীয় কমিটিকে জানিয়েছিলেন, বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সরকারি সূত্রে বলা হয়েছে, “সৌজন্য সাক্ষাৎ হতে পারে, কিন্তু আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পরিবেশ এখনো তৈরি হয়নি।”

    এখনো পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বৈঠক বাতিলের কারণ জানায়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়েছে।