[t4b-ticker] শবনম ফারিয়ার পোস্টে চাকরি গেল সেই যুবকের - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার প্রকাশ করা : মার্চ ২৩, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    শবনম ফারিয়ার পোস্টে চাকরি গেল সেই যুবকের

    শবনম ফারিয়ার পোস্টে চাকরি গেল সেই যুবকের

    শবনম ফারিয়ার পোস্টে চাকরি গেল সেই যুবকের

    বিনোদন ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাকিবুল হাসান নামের এক যুবক তার চাকরি হারিয়েছেন। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া জানান, বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে।

    ঘটনার সূত্রপাত গত ১৮ মার্চ, যখন শবনম ফারিয়ার একটি ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে শবনম ফারিয়া ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি রাকিবুলের কমেন্টের স্ক্রিনশট এবং তার ফেসবুক প্রোফাইলের ছবি শেয়ার করেন।

    পরদিনই সাজিদা ফাউন্ডেশন ফেসবুকে একটি পোস্ট করে জানায়, রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়।

    সাজিদা ফাউন্ডেশন রাকিবুলের চাকরিচ্যুতির বিষয়টি শবনম ফারিয়াকে ই-মেইলের মাধ্যমে জানায়। ফেসবুকে সেই ই-মেইল শেয়ার করে শবনম ফারিয়া লিখেছেন, “আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।”

    উল্লেখ্য, গত ১৬ মার্চ একটি প্রসাধনী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন শবনম ফারিয়া। ওই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপে ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। এমন একটি ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাকিবুল হাসান।

    এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমর্থন জোগায় শবনম ফারিয়াকে। অনেকেই সাজিদা ফাউন্ডেশনের দ্রুত ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তের প্রশংসা করেছেন।