বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নির্যাতন ও সহিংসতা’ নিয়ে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদকে’ পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতীয় বংশোদ্ভূত তুলসী বলেন, “ধর্মীয় সংখ্যালঘুদের, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্যদের ওপর দীর্ঘকাল ধরে নির্যাতন ও হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।”
ডেনাল্ড ট্রাম্পের কেবিনেট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে এটি আমাদের উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গেছে।”
এ সময় তিনি বাংলাদেশে ‘ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর’ উত্থানের কথা উল্লেখ করেন।
সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড ‘ইসলামি খিলাফতের’ আদর্শের কথা উল্লেখ করে বলেন, “বিশ্বজুড়ে চরমপন্থি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো একটি ফলাফলের লক্ষ্যে কাজ করছে। ইসলামি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শ ও লক্ষ্যে নিবদ্ধ- যা হলো ইসলামি খিলাফতের মাধ্যমে শাসন বা শাসন করা।”
গ্যাবার্ড আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্প এমন আদর্শ চিহ্নিত করে তা পরাজিত করতে এবং তিনি যাকে ‘মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন, তার উত্থান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বহু খবর প্রকাশ হয়। যদিও সরকার পতনের তিন দিন পর দায়িত্ব নেওয়া মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলছে, এসব হামলা ‘রাজনৈতিক’ এবং যে খবর প্রকাশ হচ্ছে তা ‘অতিরঞ্জন’। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে মন্তব্য করেন।