[t4b-ticker] নতুন সংগীতায়োজনে আসছে একশ ফোক গান - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার প্রকাশ করা : মার্চ ৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    নতুন সংগীতায়োজনে আসছে একশ ফোক গান

    নতুন সংগীতায়োজনে আসছে একশ ফোক গান

    নতুন সংগীতায়োজনে আসছে একশ ফোক গান

    বিনোদন ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    ডিজে রাহাতের পরিকল্পনায় একশটি ফোক গান নিয়ে নতুন সংগীতায়োজন করা হয়েছে। গত মাসে বিএফডিসিতে এই গানগুলোর শুটিং সম্পন্ন হয়েছে। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে একশ জন শিল্পী এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন।

    ডিজে রাহাতের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, “ফোক গানগুলোকে নতুনভাবে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য।”

    এই সংগীতায়োজনে অংশ নিয়েছেন শিলা দেবী, মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খানসহ আরও অনেক শিল্পী। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

    আদিব কবির জানান, ঈদের পর থেকে প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গানগুলো সম্পর্কে আপডেট ই-পিয়ানো ফেইসবুক পেইজে জানানো হবে।

    এছাড়াও, আদিব কবির নতুন সিজন নিয়ে পরিকল্পনা শুরু করার কথা উল্লেখ করেন। নতুন সংগীতায়োজন সমন্ধে তিনি বলেন, “আমরা আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে প্রচুর ফোক গান রয়েছে। আমাদের সংগীত ঐতিহ্য এতটাই সমৃদ্ধ যে, চাইলে এক হাজার গান নিয়েও কাজ করা সম্ভব।”