নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ
নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে দীর্ঘ সাত বছর পর বর্ধিত সভার আয়োজন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভা শুরু সকাল ১০টায় শুরু হয়ে রাত পর্যন্ত দুই অধিবেশনে চলবে। বিএনপি সূত্রে জানা গেছে, বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন গুরুত্ব পাবে।
এবারের বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করবেন।
এই সভায় বিগত আন্দোলনের মূল্যায়ন করা হবে এবং আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। তৃণমূল পর্যায়ের নেতাদের বক্তব্যের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, নেতা-কর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ এবং রাজনৈতিক অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বর্ধিত সভায় তৃণমূল নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা বিএনপির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক এবং সদস্যসচিবরা বক্তব্য রাখবেন। সভার শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও, সভা উপলক্ষে বিএনপি ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। সকালে তারেক রহমানের উদ্বোধনী বক্তব্যের পর দুপুরের পর রুদ্ধদ্বার অধিবেশন শুরু হবে, যেখানে তৃণমূল নেতারা তাদের মতামত তুলে ধরবেন। সভার সমাপনীতে আবারও তারেক রহমান বক্তব্য রাখবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সভায় নেতাদের মতামতের ভিত্তিতে নতুন দিকনির্দেশনা আসবে। ২০১৮ সালের সংসদ নির্বাচনে যারা বিএনপির প্রার্থী ছিলেন বা প্রাথমিক মনোনয়ন পেয়েও চূড়ান্ত মনোনয়ন পাননি, তারাও এই সভায় অংশ নেবেন। এছাড়াও, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা, থানা, উপজেলা ও পৌরসভা কমিটির নেতারা এই সভায় উপস্থিত থাকবেন। সব মিলিয়ে সারা দেশ থেকে কয়েক হাজার হাজার নেতা-কর্মী এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনী প্রস্তুতি ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে সবাইকে দিক নির্দেশনা দেয়া হবে জানা গেছে।
এর সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এর মাত্র পাঁচ দিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: জয়ন্ত কর্মকার।
ঠিকানা: বাসা নং- ৪৬০/এ এভিনিউ-৭, রোড ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬
ইমেইল: editor@dhakaflash.com নিউজ ইমেইল: news@dhakaflash.com
© স্বত্ব ঢাকা ফ্ল্যাশ ২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।