[t4b-ticker] সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে: তারেক রহমান - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে: তারেক রহমান

    অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে: তারেক রহমান

    অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে: তারেক রহমান

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

    অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের নিরপেক্ষতা অপরিহার্য হলেও তা নিয়ে জনগণের আস্থা কমছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি ঢাকায় বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও অন্য উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক মন্তব্য গণতন্ত্রকামী জনগণকে হতাশ করছে। তিনি বলেন, বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে নিঃশর্ত সমর্থন দিলেও সরকার এখনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করতে পারেনি। এতে করে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সরকার যেখানে দেশের বাজার পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফলতার পরিচয় দিতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়।

    তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময়েই রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে।

    তারেক রহমান বলেন, স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হলে তা হবে পলাতক-স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া। তিনি বলেন, গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ ও মাফিয়াচক্রকে পুনর্বাসনের এই ফাঁদে বিএনপি পা দেবে না। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলটি ক্ষমতায় এলে গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।

    নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে তারেক রহমান বলেন, মাফিয়াপ্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ১৬-১৭টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সব নতুন দলকে স্বাগত জানালেও তাদের গ্রহণ বা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ।

    জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর রেকর্ড করা বক্তব্য সভায় প্রচার করা হয়।