[t4b-ticker] প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ: বিক্ষোভ, মারামারি দিয়ে শুরু ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ: বিক্ষোভ, মারামারি দিয়ে শুরু ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ

    নেতৃত্ব নিয়ে সংঘাত

    আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতৃত্ব নিয়ে সংঘাত সংঘর্ষ

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

    প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ! এর জেরে ঢাকা  বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও সংঘাত! ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয় । বুধবার বিকেলে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনাশেষ পর্যন্ত মারামারি ও বিক্ষোভে রূপ নেয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা কমিটিতে তাদের ‘সঠিক প্রতিনিধিত্ব’ চান এবং সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি জানান।

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যানটিনের সামনে ‘উত্তরাতে বৈষম্য, চলবে না চলবে না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন। তারা রিফাত রশীদের পক্ষেও স্লোগান দেন।

    বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রতিনিধিত্ব নিয়ে এই বিরোধ একপর্যায়ে রুপ নেয় ধস্তাধস্তি ও মারামারিতে। মারামারির মধ্যে একজনের শার্ট খুলে ফেলা হয়।

    উত্তেজনার মধ্যেই মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সামনে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব পদে জাহিদ আহসান, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে রিফাত রশীদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও মুখপাত্র পদে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়।

    কমিটি ঘোষণার পর নতুন কমিটির পক্ষের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের ফটক দিয়ে মিছিল বের করেন। তারা ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ, জিন্দাবাদ, জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, নতুন ছাত্রসংগঠনের কমিটিতে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে। তারা রিফাত রশীদকে কমিটি থেকে বাদ দেওয়ার চেষ্টারও প্রতিবাদ জানান।

    মারামারি ও বিক্ষোভের পর সন্ধ্যা ছয়টার দিকেও ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। তবে রাত আটটার দিকে মধুর ক্যানটিন ও গ্রন্থাগার এলাকায় দুই পক্ষের কেউ না থাকায় পরিস্থিতি শান্ত হয়।

    ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা লিখেছেন, ‘পুরান রাজনৈতিক বন্দোবস্ত…। ঢাবির পক্ষে আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে উত্তরণ সম্ভব হলো না। ঢাবির ঐতিহাসিক পরাজয়।’

    এই ঘটনাটি ছাত্র রাজনীতিতে বিভেদ ও প্রতিনিধিত্বের প্রশ্নে নতুন বিতর্কের সূচনা করেছে।