[t4b-ticker] মাওয়ায় ট্রলারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২১, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    মাওয়ায় ট্রলারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

    মাওয়ায় ট্রলারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

    এবার ট্রলারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। আদালতে ধর্ষণের অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মো. জামাল মোল্লা (২৩), ইয়ামিন মুন্সী (১৯) ও জব্বার শেখ (১৮)।

    পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৭ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ তার স্বামীসহ পদ্মা সেতু (উত্তর) থানায় গিয়ে চারজন যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।

    মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, ভুক্তভোগী গৃহবধূ পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নৌকার অপেক্ষা করছিলেন। এ সময় আসামি জামাল মোল্লা ও আবু বকর সিদ্দিক তাকে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রলারে তুলে নেন। পথিমধ্যে ইয়ামিন ও জব্বারও ট্রলারে ওঠেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীপথে নির্জনতার সুযোগ নিয়ে তারা ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পদ্মা নদীর ডোমরাখালী চরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ৯টার দিকে মাওয়া পুরাতন কোস্টগার্ড স্টেশনের পাশে ভুক্তভোগীকে নামিয়ে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে তারা চলে যায়।