-
অনলাইনে বছরব্যাপী আয়কর রিটার্ন দাখিলের সুবিধা
-
তেলেগু সিনেমায় ডেভিড ওয়ার্নার
-
জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
-
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
[t4b-ticker]
অপারেশন ডেভিল হান্ট
নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে আজ শুক্রবার বিকেল পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১০ জনে।
আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ৪৬১ জনকে আটক করা হয়েছে।
একই সময়ে, এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশি দোনলা বন্দুক দুটি, দেশি শুটার গান একটি, বিদেশি পিস্তল একটি, ছয়টি গুলি এবং একটি ধারালো অস্ত্র।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী আক্রমণের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয় এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের ওপর আক্রমণ চালানো হয়। এই ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।