[t4b-ticker] সচিবালয়ে প্রবেশে কঠোর নিরাপত্তা, নতুন নীতিমালা জারি - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    সচিবালয়ে প্রবেশে কঠোর নিরাপত্তা, নতুন নীতিমালা জারি

    সচিবালয়ে প্রবেশে কঠোর নিরাপত্তা, নতুন নীতিমালা জারি

    সচিবালয়ে প্রবেশে কঠোর নিরাপত্তা, নতুন নীতিমালা জারি

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নীতিমালায় সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, কার্ড রিডার স্ক্যানিং এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রবেশপদ্ধতি আরও কঠোর করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫’-এ এসব তথ্য জানানো হয়েছে। নীতিমালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষর করেছেন।

    নতুন নীতিমালার মূল বিষয়গুলো হলো:

    ১. দেহ ও ব্যাগ স্ক্যানিং: কার্ডধারী কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশের আগে দেহ আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং ব্যাগ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করবেন।
    ২. কার্ড রিডার স্ক্যানিং: প্রবেশের সময় কার্ডধারীরা কেবলমাত্র কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে নির্দিষ্ট গেইট দিয়ে প্রবেশ করবেন।
    ৩. গাড়ি প্রবেশ: গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কার্ড স্ক্যান করে প্রবেশ করতে হবে।
    ৪. কিউআর কোড স্ক্যানিং: কিউআর কোডধারী ব্যক্তিদের প্রবেশের সময় কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করে প্রবেশ করতে হবে।
    ৫. দর্শনার্থী নিয়ন্ত্রণ: দর্শনার্থীরা শুধুমাত্র অনুমোদিত মন্ত্রণালয়/বিভাগে প্রবেশ করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করতে হবে।
    ৬. নিরাপত্তা সরঞ্জাম: স্ক্যানার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, আন্ডার ভেহিক্যাল সার্ভিল্যান্স সিস্টেম, ভেপার ডিটেক্টর/ডগ স্কোয়াড ইত্যাদি ব্যবহার করে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালাবেন।
    ৭. অস্ত্র নিষিদ্ধ: কোনো ব্যক্তি ব্যক্তিগত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিরা গেইটে নিরাপত্তা হেফাজতে অস্ত্র জমা রাখবেন।

    স্থায়ী প্রবেশ পাস:

    সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত নিয়মিত কর্মকর্তা-কর্মচারী।

    উপসচিব ও তদুর্ধ্ব কর্মকর্তা।

    অবসরপ্রাপ্ত সচিব।

    মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী ও তাদের একান্ত সচিব।

    কেন্দ্রীয় পরিবহন পুলের গাড়ি চালক।

    অস্থায়ী প্রবেশ পাস:

    সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে সংযুক্ত ব্যক্তিবর্গ।