[t4b-ticker] চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

    হার দিয়ে শুরু বাংলাদেশের

    হার দিয়ে শুরু বাংলাদেশের

    স্পোর্টস ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ার কথা বলেছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে শান্ত-রা। শুভমান গিলের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ভারত ২১ বল হাতে রেখেই ২২৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।

    দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। শুরুতেই ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে দলটি দুই অঙ্কে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। তবে তাওহীদ হৃদয় ও জাকের আলির দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ায়। ষষ্ঠ উইকেটে তারা ১৫৪ রানের জুটি গড়েন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। শতরান করেন তাওহীদ হৃদয়, আর জাকের আলি করেন ৬৮ রান। তবে এই দুই ব্যাটার ছাড়া কেউই দলকে ভরসা দিতে পারেননি। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে বাংলাদেশ ২২৮ রানে অলআউট হয়।

    জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল দারুণ। রোহিত শর্মা ও শুভমান গিল প্রথম ১০ ওভারে ৬৯ রান তুলে ফেলেন। তাসকিন আহমেদ রোহিতকে আউট করলেও গিল থামেননি। তিনি ১২৫ বলে সেঞ্চুরি করেন এবং লোকেশ রাহুলের সঙ্গে মিলে ভারতকে জয় এনে দেন। রাহুল একবার ক্যাচ তুলে দিলেও জাকের আলির হাত ফসকে যায় বল। শেষ পর্যন্ত ভারত ৬ উইকেটে জয় পায়।

    বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন সবচেয়ে সফল ছিলেন। তিনি বিরাট কোহলি ও অক্ষর পাটেলকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। মুস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ উইকেট নেন। কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের সামনে তা যথেষ্ট ছিল না।

    ফিল্ডিং ভুল এবং ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ টুর্নামেন্টে শুরুটা খারাপ করেছে। এখন আগামী ম্যাচগুলোতে দলকে ঘুরে দাঁড়াতে হবে।