[t4b-ticker] জুলাইয়ে নিহত ও আহতরা পাবেন বিশেষ স্বীকৃতি, মিলবে অনুদান ও সরকারি সুবিধা - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    জুলাইয়ে নিহত ও আহতরা পাবেন বিশেষ স্বীকৃতি, মিলবে অনুদান ও সরকারি সুবিধা

    মুক্তিযুদ্ধ উপদেষ্টা

    ফাইল ছবি

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

    জুলাই আন্দোলনে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের ক্যাটাগরি করেছে। তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের। উপদেষ্টা জানান, এককালীন ভাতাসহ সরকারি সুবিধা পাবেন নিহত ও আহতরা। ফারুক ই আজম জানান, নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারা নিশ্চয় এই অধিদফতরের কার্যক্রম চালিয়ে যাবেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজের বিষয়টি মন্ত্রণালয়টির উপদেষ্টা ফারুক ই আজম জানান, দুর্যোগের পর মানুষের গৃহ নির্মাণে যে সামগ্রী দেয়া হয়, সে তথ্য এখন এলাকাভিত্তিক সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করা হবে। কাজের গতি বাড়াতে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।