[t4b-ticker] শাহবাগে সড়ক অবরোধ করে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভ - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    শাহবাগে সড়ক অবরোধ করে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভ

    শাহবাগে বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

    রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের এই কর্মসূচির ফলে শাহবাগ মোড় ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

    আহতদের দাবির মধ্যে রয়েছে, স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন আর্থিক সহায়তা এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। এছাড়া, যারা আহত হয়েছেন কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মক্ষম হয়েছেন, তাদের জন্য মাসিক ১৫ হাজার টাকা ভাতা, এককালীন আর্থিক সহায়তা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

    তারা আরও দাবি করেছেন, গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই আইনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টার ঘটনায় সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে। এছাড়া, আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও জানানো হয়েছে।