[t4b-ticker] রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত

    ফরিদা আখতার

    ফরিদা আখতার

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    আসন্ন রমজান মাসে রাজধানীসহ সারাদেশে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্রয়লার মুরগির মাংস কেজিপ্রতি ২৫০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা এবং ডজনপ্রতি ডিম ১১৪ টাকায় বিক্রি করা হবে। এছাড়া পাস্তুরিত দুধ লিটারপ্রতি ৮০ টাকায় পাওয়া যাবে।

    আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান। তিনি বলেন, রমজানের প্রথম দিন থেকেই রাজধানীর ২৫টি স্থানসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা ও মেরুল বাড্ডায় আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হবে।

    রমজান জুড়ে প্রতিদিন ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার পাস্তুরিত দুধ, ২ হাজার কেজি ব্রয়লার মুরগির মাংস এবং ২ থেকে আড়াই হাজার কেজি গরুর মাংস বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাজধানীর বস্তি এলাকায়ও এই পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।

    জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সমন্বয়ে সারাদেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে এই বিপণন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।