-
দ্রুত নির্বাচন সম্পন্ন করার আহ্বান খালেদা জিয়ার
-
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
-
ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
-
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
[t4b-ticker]
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু ঘটেছে।
সকাল ৭টায় রাস্তা পার হতে গেলে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। নিহতরা হচ্ছেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার।
এসময় গুরুতর আহত হন তাদের মেয়ে জুঁই আক্তার (১৪)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হন নিহতদের স্বজন। তারা জানায়, তাদের বাসা রাজধানীর ডেমরা এলাকার কোনাপাড়া এলাকায়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল ইরফান জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।