বুধবার শুরু নারী প্রিমিয়ার লিগ, বাড়ছে অংশগ্রহণ ফি

স্পোর্টস ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর নারীদের বিপিএল শুরু করার কথা থাকলেও নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। তবে নারী ক্রিকেটারদের জন্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। ১০টি দল নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা থাকলেও গতবারের তৃতীয় স্থানধারী রূপালী ক্রীড়া পরিষদ এবার অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৯টি দল নিয়ে লিগ শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার লিগের অংশগ্রহণ ফি বাড়িয়েছে। আগের আসরে তিন লাখ টাকা অংশগ্রহণ ফি থাকলেও এবার তা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা, যা গতবারের তুলনায় ৫০ হাজার টাকা বেশি। রানার্সআপ দল এবার পাবে দেড় লাখ টাকা, যা আগের আসরে এক লাখ টাকা ছিল। এছাড়া ঢাকার বাইরে ম্যাচ খেলতে প্রতিটি দলকে পরিবহন খরচ বাবদ ১০ হাজার টাকা এবং লাঞ্চ বাবদ ৭ হাজার টাকা দেওয়া হবে।
বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেছেন, “আমরা নারীদের বিপিএল আয়োজন করতে পারিনি, তবে এই লিগে মেয়েরা যেন ভালো ক্রিকেট খেলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। গরমের আগেই লিগ শেষ করার পরিকল্পনা রয়েছে, কারণ এরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে।”
এবারের লিগে অংশ নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমি, বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল এবং মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব (শেল্টেক্ ক্রিকেট একাডেমি)।
লিগের ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি মাঠ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে অনুষ্ঠিত হবে।