[t4b-ticker] ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত বেড়ে ৬ - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত বেড়ে ৬

    ফেনীতে সড়ক দুর্ঘটনা

    ফেনীতে সড়ক দুর্ঘটনা

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। এ ঘটনায় আরও অন্তত ছয়-সাতজন আহত হয়েছেন।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের ফেনী অংশের কালিদহ ইউনিয়নের হাফিজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ। নিহত অন্য তিনজনের এখনো নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে মাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে করে কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষ করে ফেনীর দিকে যাচ্ছিল, পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত অবস্থায় বেশ কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

    ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। দুর্ঘটনা কবলিত পিকআপ ও কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।