পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুযোগ নিতে পারবে না রোহিঙ্গারা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ
পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের ভোগান্তি কমাতে। তবে রোহিঙ্গারা যেন এই সুযোগ কাজে লাগাতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। এটি অনেক দিনের চিন্তাভাবনার ফল। তবে রোহিঙ্গারা যেন এই সুযোগ কাজে লাগাতে না পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি থাকবে।”
রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া থেকে বিরত রাখার বিষয়ে তিনি বলেন, “যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না। তবে রোহিঙ্গারা যেন এনআইডি না পায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যদি কোনো রোহিঙ্গা এনআইডি পেয়ে থাকে, সেটিও যাচাই করা হবে।”
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বাংলাদেশের বেশ কয়েকজন জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সীমানার ভেতর থেকে কাউকে অপহরণের ঘটনা ঘটেনি। তবে আমাদের জেলেরা মাঝে মাঝে ভুল করে সমুদ্র সীমা পার হয়ে যান।”
এছাড়া অপারেশন ডেভিল হান্ট চলাকালে ঢাকার বইমেলা ও টাঙ্গাইলের ফুলের দোকান ও রেস্টুরেন্টে হুমকি ও হামলার ঘটনায় ‘তৌহিদি জনতা’কে নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়ে তিনি বলেন, “আমরা সব ধরনের জনতাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। শুধু তৌহিদি জনতা নয়, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সমস্যা তৈরি করছে। সবাইকে নিয়ন্ত্রণ করাই আমাদের দায়িত্ব। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাংবাদিক ও সাধারণ জনগণকেও সজাগ থাকতে হবে।”