-
তেলেগু সিনেমায় ডেভিড ওয়ার্নার
-
নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্যবিরোধী আন্দোলনের কনসার্ট
-
ওজন কমিয়ে আবারও ফিরলেন পুরনো গ্ল্যামারে পরিনীতি চোপড়া
-
২৪ বছর বয়সে জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু
[t4b-ticker]
মীর আফসার আলী
নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ
জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব মীর আফসার আলী তার ৫০তম জন্মদিন বিশেষভাবে উদযাপন করেছেন। জন্মদিনের আনন্দ উপভোগ করতে তিনি প্রথমে কলকাতায় যান এবং এরপর দিল্লিতে ব্রিটিশ পপস্টার এড শিরানের কনসার্টে অংশ নেন। রবিবার দুপুরে তিনি সোশ্যাল মিডিয়ায় কনসার্টের কিছু ছবি এবং তার অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির গুরগাঁওয়ের লেজার ভ্যালি পার্কে এড শিরানের কনসার্ট অনুষ্ঠিত হয়। মীর আফসার আলী সেখানে উপস্থিত হয়ে ব্রিটিশ পপস্টারের ম্যাজিক্যাল পারফরম্যান্সের সাক্ষী হন। কনসার্টে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি এড শিরানের সঙ্গে শ্রোতাদের উন্মাদনা উপভোগ করেন।
মীর আফসার আলী জানান, তার পরিবারের তরফেই তাকে এড শিরানের কনসার্টে উপহার হিসেবে পাঠানো হয়েছে। এই বিশেষ দিনটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। শনিবার দিল্লির কনসার্ট দিয়েই এড শিরান তার এবারের ভারত সফরের ‘ম্যাথেমেটিকস ট্যুর’ শেষ করেন।
এড শিরান এই সফরে একের পর এক রঙিন মুহূর্ত তৈরি করেছেন। তিনি শিলংয়ে জন আব্রাহামের সঙ্গে আড্ডা দিয়েছেন, কলকাতায় গিয়ে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেছেন এবং মুর্শিদাবাদের অলিগলি ঘুরেছেন। তার মানবিক আচরণও প্রশংসা কুড়িয়েছে। কনসার্ট চলাকালীন একজন শ্রোতা অজ্ঞান হয়ে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে শো বন্ধ করে তার সাহায্যে এগিয়ে আসেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
মীর আফসার আলীও এই কনসার্টের উন্মাদনা উপভোগ করেছেন এবং তার ৫০তম জন্মদিনকে স্মরণীয় করে তুলেছেন।