[t4b-ticker] মাস্কটে মুখোমুখি জয়শঙ্কর ও তৌহিদ, আলোচনায় কী উঠে এলো? - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    মাস্কটে মুখোমুখি জয়শঙ্কর ও তৌহিদ, আলোচনায় কী উঠে এলো?

    Jaishankar, Touhid

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়। এতে উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই তৌহিদ-জয়শঙ্করের দ্বিতীয় সাক্ষাৎ। অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তি নবায়নের আলোচনা শুরু করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ভারত সরকারের কাছে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

    এদিকে, আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলনে বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে চার দিনব্যাপী এ সম্মেলনে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

    জুলাই মাসে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। তৌহিদ-জয়শঙ্করের বৈঠকেও সীমান্ত সম্মেলন প্রসঙ্গ উঠে আসে। উভয়পক্ষ আশা প্রকাশ করেন যে, এ সম্মেলনে সীমান্ত সংক্রান্ত জটিল বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হবে।

    এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত হয়।