[t4b-ticker] বাংলাদেশে সেরা এয়ারলাইন নির্বাচনে অনলাইন ভোটিং শুরু - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বাংলাদেশে সেরা এয়ারলাইন নির্বাচনে অনলাইন ভোটিং শুরু

    মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার ২০২৪ এর টাইটেল স্পন্সর শেয়ারট্রিপ

    মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার ২০২৪ এর টাইটেল স্পন্সর শেয়ারট্রিপ

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

    বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর মধ্যে ২৪টি ক্যাটাগরিতে সেরা এয়ারলাইন ২০২৪ নির্বাচনের লক্ষ্যে অনলাইন ভোটিং শুরু হয়েছে। বাংলাদেশ মনিটর পরিচালিত এই মতামত জরিপ কার্যক্রমে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ।

    সম্প্রতি ঢাকায় বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শেয়ারট্রিপের ফাউন্ডার কাশেফ রহমান, ব্র্যান্ড কমিউনিকেশন, মিডিয়া ও পিআর বিভাগের প্রধান মোফাসসল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দ্য ইয়ার ২০২৪-এর সার্বিক প্রচার, মতামত জরিপ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে শেয়ারট্রিপ।

    ২০২৪ সালে কমপক্ষে চারবার বিমান ভ্রমণ করেছেন এমন যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অনলাইনে (https://www.bangladeshmonitor.com.bd/poll-2024) তাদের মতামত দিতে পারবেন। ভোট প্রদানের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৫। মোট ২৪টি ক্যাটাগরিতে পছন্দের এয়ারলাইনের জন্য ভোট দেওয়া যাবে। তবে, ভোটারদের নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে শুধুমাত্র প্রযোজ্য ক্যাটাগরিতে ভোট দেওয়ার অনুরোধ করা হয়েছে।

    ভোটিং ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে:

    • সেরা বিজনেস ক্লাস
    • সেরা ইকোনমি ক্লাস
    • বিজনেস ক্লাসে সেরা খাবার
    • ইকোনমি ক্লাসে সেরা খাবার
    • সেরা ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা
    • সেরা ইনফ্লাইট সেবা (ইকোনমি ক্লাস)
    • সেরা ইনফ্লাইট সেবা (বিজনেস ক্লাস)
    • সেরা লয়ালটি প্রোগ্রাম
    • সেরা সার্বিক গ্রাহক অভিজ্ঞতা
    • বাংলাদেশে সেরা এয়ারপোর্ট লাউঞ্জ
    • সেরা আঞ্চলিক এয়ারলাইন
    • সেরা দূরপাল্লার এয়ারলাইন
    • ২০২৩ সালের তুলনায় সর্বোচ্চ উন্নয়ন সাধনকারী এয়ারলাইন
    • বাংলাদেশে শীর্ষ দশ এয়ারলাইন ব্র্যান্ড
    • সেরা এয়ারপোর্ট সেবা
    • সেরা ফ্রেইট ফরওয়ার্ডার ও লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান
    • সেরা বাজেট এয়ারলাইন
    • কার্গো এয়ারলাইন অফ দ্য ইয়ার
    • এয়ারলাইন অফ দ্য ইয়ার

    এছাড়াও, দেশীয় এয়ারলাইনগুলোর জন্য আলাদা চারটি ক্যাটাগরিতে ভোট দেওয়া যাবে। এগুলো হলো:

    • সেরা অনটাইম পারফরম্যান্স
    • সর্বাধিক গ্রাহকবান্ধব এয়ারলাইন
    • সেরা ইনফ্লাইট সেবা
    • সেরা দেশীয় এয়ারলাইন

    আগামী মে ২০২৫-এ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে আয়োজিত গালা এওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর নাম ঘোষণা করা হবে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী গ্রুপের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের বিচারক প্যানেল প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করবেন।

    বাংলাদেশ মনিটরের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এয়ারলাইন অফ দ্য ইয়ার ২০০৭ সালে চালু হয়। এবার এগারোতম বারের মতো এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।