[t4b-ticker] কুড়িগ্রামে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেত্রী - Dhaka Flash



ব্রেকিং নিউজ:
আজ : ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    কুড়িগ্রামে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেত্রী

    কুড়িগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেত্রী গ্রেপ্তার

    কুড়িগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেত্রী গ্রেপ্তার

    নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

    বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দোলনা আক্তার দোলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

    পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় তিনি গ্রেপ্তার এড়াতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলনা আক্তার দোলাকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।